• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

৪ মামলায় বিএনপি নেতা আমীর খসরুর জামিন 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:২২ পিএম;
৪ মামলায় বিএনপি নেতা আমীর খসরুর জামিন 
৪ মামলায় বিএনপি নেতা আমীর খসরুর জামিন 

রাজধানীর রমনা ও পল্টন মডেল থানার ৪ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন পেয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ জামিনের আদেশ দেন।.

রমনা ও পল্টন মডেল থানার মোট ৮ মামলায় আমির খসরুর জামিন আবেদন শুনানির জন্য দিন ধার্য ছিল আজ। এর মধ্যে ৪ মামলায় আদালত জামিন দিয়েছেন। খসরুর জামিন শুনানির জন্য বাকি চারটি মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় এসব মামলায় খসরুর জামিন শুনানি হয়নি। .

আমীর খসরুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, মহানগর দায়রা আদালত থেকে নথি পাঠালে আজ বিকালেই শুনানি হতে পারে। শুনানিতে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, মহসীন মিয়া, আব্দুল লতিফ তালুকদার, ইকবাল হোসেন, ওমর ফারুক ফারুকীও অংশ নেন।.

রাষ্ট্রপক্ষে পুলিশের সহকারী কমিশনার এসি মুত্তাকিন জামিনের বিরোধিতা করেন। .

গত ১৪ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এ দিন ধার্য করেন। ওইদিন আট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ও জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। পরে আদালত শুনানির জন্য গত বুধবার তারিখ ধার্য করেন। বুধবার আবার শুনানি পিছিয়ে বৃহস্পতিবার তারিখ ধার্য করেন।.

গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। পরে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পল্টন থানার ওই দুটি মামলায় বুধবার আমীর খসরুকে জামিন দেওয়া হয়। ১০ মামলার মধ্যে ছয় মামলায় জামিন পেলেন খসরু।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ